Site Overlay

Blog

পুজোর সুখস্মৃতি

অমৃতা পাল দূর্গাপুজো হলো বাঙালির এক আবেগের নাম। হৃদয়ের অনেকটা জুড়ে থাকা ভালোবাসার পরশ, উচ্ছ্বাস, আনন্দ,মিলন,প্রেম আর অবশ্যই বাঙালীর পঞ্চব্যঞ্জনের সমাহার। এ পুজো শুধু মায়ের আরাধনা,পুজোর আচার ,নিয়ম,নিষ্ঠাকে কেন্দ্র করে আবর্তিত হয় না বরং সে সবকে ছাপিয়ে জাতি ধর্ম  নির্বিশেষে এক মহামিলনের উৎসব।  ছোটবেলায় পুজোর অনুভূতি ছিল অন্যরকম,সেই আনন্দময় স্মৃতির ঝাঁপি খুলে আজ অমূল্য মণিমুক্তো গুলো  খুঁজে নেওয়ার প্রয়াস করছি।  বাঙালীর দূর্গাপুজো শুরুই হয় ঊষালগ্নে বেতারে এক আবেগময় ঐশ্বরীয় কন্ঠস্বর শ্রবণের মাধ্যমে –  “আশ্বিনের শারদপ্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জীর।Continue readingপুজোর সুখস্মৃতি