Site Overlay

যৎসামান্য উদ্যোগ

বিদ্যালয় জীবনের ভিত গড়ে দেয় | আর তার সূচনা হয় প্রাথমিক শিক্ষা থেকে| এ এক চিরন্তন ঋণ | কর্মজীবনে প্রবেশের পর প্রাথমিক বিদ্যালয় থেকে পাশে দাঁড়ানোর আহ্বান এলে তাতে সাড়া না দিয়ে কি থাকা যায় ? সে যে এক পবিত্র কর্তব্য !

কিছুদিন আগে আমাদেরই এক বন্ধুর কাছে অত্যন্ত ব্যক্তিগত স্তরে এমনই এক আহ্বান আসে বারাসাত মহাত্মা গান্ধী মেমোরিয়াল হাই স্কুলের প্রাথমিক বিভাগ থেকে | সেই বন্ধুর মাধ্যমে এই আহ্বান পৌঁছে যায় ১৯৯৫ সালের বারাসাত অঞ্চলের মাধ্যমিক পরীক্ষার্থীদের উদ্যোগ “Project Humanity” -র কাছে | “Project Humanity” কোনো প্রথাগত সংস্হা নয় | এটা শুধুই একটা নাম | এ যেন বন্ধু মিলনের এক বিমূর্ত বিন্দু | যে নাম থেকে ডাক দিলে যে কোন মানবিক প্রয়োজনে বন্ধুরা পৃথিবীর নানা প্রান্ত থেকে সেই বিন্দুতে এক হয়ে মিলে যায় |

ঠিক সেই রকম, এবারেও গান্ধী স্কুলের প্রাথমিক বিদ্যালয়ের আহ্বানে Project Humanity গত ১৫ ই জুন, ২০২৪, শনিবার, প্রধান শিক্ষিকা শ্রীমতী দীপিকা রানী বালা ও অন্যান্য শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতিতে একটি আধুনিক মানের Printer-Scanner-Copier বিদ্যালয়কে প্রদান করে ধন্য হয় |

এই বিদ্যালয়ের অনন্ত অগ্রযাত্রায় সর্বাঙ্গীন কুশল কামনা করে Project Humanity উদ্যোগ |

বিশ্বের মঙ্গল হোক |

Facebook Comments

1 thought on “যৎসামান্য উদ্যোগ

Comments are closed.