Site Overlay

সে ও পরিযায়ী

সুজয়া ধর

এক বছর আগেও মাইগ্ৰ্যান্ট শব্দটার চলতি বাংলা ছিল অভিবাসী বা প্রবাসী। আর মাইগ্ৰ্যেটরি ছিল পরিযায়ী।এই শব্দটি ব্যবহার হয় সাধারণত পাখিদের ‌‍ক্ষেত্রেই। পরিযায়ী পাখিরা দলবেঁধে দেশের বিভিন্ন প্রান্তেই আসে। হঠাৎ করেই করোনার হানা দেশে। অভিবাসী দরিদ্র শ্রমিকদের পদবী জুটল পরিযায়ী।মাইগ্ৰ্যেটরি মাইগ্ৰ্যান্ট হল।

এই ছবিটি দিল্লির যমুনা ঘাটে তোলা। প্রতি বছর দিল্লির যমুনায় সুদূর সাইবেরিয়া থেকে এই পরিযায়ী পাখির দল নভেম্বর থেকে আসা শুরু করে, ফেব্রুয়ারির মাঝামাঝি অব্দি থাকে। এই সময় এদের দেখার জন্য সকাল বিকাল বহু মানুষের আনাগোনা। এদের বিভিন্ন খাবার দিলে এরা মানুষের কাছাকাছি এসে দৃষ্টি আকর্ষণ করে।এই খাবার দেওয়ার দরুন যমুনার জল যথেষ্ঠ নোংরা হয়। সেই জল পরিষ্কারের দায়িত্ব একা কাঁধে তুলে নিয়েছেন এই বৃদ্ধ ভদ্রলোক দীর্ঘদিন ধরেই। এক প্রকার দেখা যায় ইনিও একজন শ্রমিক। পাখিরা দলবেঁধে আকাশে উড়ল। ভালো থেকো শ্রমিক।

আশাকরি নৃশংস রসিকতার শেষ একদিন হবে।।

Facebook Comments