Site Overlay

অবৈধ পংক্তিমালা

মৈনাক মুখার্জি

বাজছে সানাই সোনাই দীঘির ঘাটে
ঘাটের পাশেই তোমার, অটল-বাড়ি ।
খেলছে হাসি, চুড়ির রিনি-ঝিনি
খেয়া বোঝাই তত্ত্ব সারি সারি । 


একটু পরেই সন্ধ্যে যাবে নেমে 
উঠবে জ্বলে হাজার টিউব আলো ।
ঘাটের কোণে ঝাঁকড়া অশথ গাছে
অবাক হবে জোনাক-পাখি ভালো ।


(তখন) ঘরের ভিতর আসবে তুমি নেমে
আলতা পায়ে, আলতো ডানার পরী ।
কাজল হবে চোখের কমল লতা
তারায় ভরা বেনারসের শাড়ি ।


অবশেষে সময় যাবে থেমে
(তুমি) ঘুরবে অবুঝ সপ্তপদির পাক ।
তারপরেতেই কপাল ছোঁয়ার ছ’লে
লজ্জাবসন চাইবে সিঁদুর পাক ।


(আর) তখন আমি, অনেক দূরের পথিক
রাত মোহনায় তিন প্রহরের পলি ।
ভালো থাকার সঙ্গে তোমায় রেখে
আমার আজান সঙ্গে নিয়েই চলি ।

Facebook Comments