Site Overlay

কত রঙের ভালোবাসা

কৃষ্ণকলি

ভালোবাসা অন্তরে না থাকলে,
"ভালোবাসি" বললেই প্রেম পূর্ণতা পায় না।।
ভালোবাসায় কেবল আত্মদান আছে,
নেই, চুলচেরা হিসেব নিকেশের বায়না।।
অপেক্ষার দীর্ঘ প্রহর পার না করলে,
প্রেম তো ধরা দেয় না।।
পরকীয়াকে অবৈধ বলে সোচ্চার হলেও,
ভালোবাসাকে অপবিত্র বলা যায় না।।
ভালোবাসা যদি অপরাধ হয়,
তবে তো, জন্ম-মৃত্যু বৃথা।।
প্রেম কোনো কাগুজে সম্পত্তি নয়,
হৃদয়ের অনুচ্চারিত ব‍্যথা।।


পৃথিবীতে কোনকালেই ভালোবাসা,
কোনরকম ভুল নয়।।
ভালোবাসা হল সমগ্র সত্তার,
চিরন্তন মাধুর্য রক্ষার বিষয়।।
জীবন তো সবারই কাটে, 
সুখ সবার ভাগ্যে লেখা থাকে না।।
হৃদয় তো সবারই ধ্বনিত হয়,
নৈকট্য তো সবাইকে ছুঁয়ে যায় না।।
রক্ষণশীলতার জোরালো সুর তুলে,
ভালোবাসাকে হয়তো অপমান করা যায়।।
বৈধ না অবৈধ, সব দ্বন্দ্ব ভুলে,
ভালোবাসা সর্বদাই জয়যুক্ত হয়।।


ভালোবাসা কোনো অমিমাংসিত বিবাদ নয়,
সে যে হৃদয় দিয়ে কেনা।।
মরচে পড়ে যাওয়া কোনো বিষাক্ত ক্ষত নয়,
হৃদয়ের বিনিময়ে একে অপরকে চেনা।।
হৃদয়ের আগ্নেয়গিরি অহরহ চায়,
সুতীব্র আলিঙ্গনের সুনিবিড় স্বাদ।।
কখনও অভিমান ভরা সজল চাউনি,
কখনও শূণ্যতার গিরিখাদ।।
অপলক দৃষ্টি মুখরতায় প্রতিধ্বনিত হয়,
অতলে তলিয়ে যাবার ডাক।।
বিহ্বল আবেশে বশীভূত করে,
হাতে রাখা পরিচিত, বিশ্বাসের হাত।।


অবেলায় ঝরে পড়া ভালোবাসা,
চিরস্থায়ী রক্ত ঝরায় বুকে।।
অপ্রাপ্তির বোঝা মিলিয়ে গেলেই,
পৃথিবীটা ভরে যায় অনাকাঙ্ক্ষিত সুখে।।
পুরুষের বুকে চিবুক ঠেকিয়ে,
আকুলতা, একটু আদুরে আচরণ।।
দুই বাহুডোরে নারীকে আঁকড়ে,
নিশ্ছিদ্র নিরাপত্তার, ব‍্যাকুল আয়োজন।।
ভালোবাসার আকর্ষণ এতটাই তীব্র,
আয়োজনেই আসে বিমুগ্ধতা।।
প্রেমের অববাহিকায় ধাবিত হওয়া,
বহ্নি-পতঙ্গের, চিরকালের প্রবণতা।।

Facebook Comments