Site Overlay

খুব জানতে ইচ্ছে করে

কৃষ্ণকলি

জড়িয়ে ধরার মানুষ অনেক,জড়িয়ে রাখার কই!
প্রয়োজনেরা দূরত্ব বাড়ায়, অথচ মৃত্যুতে হইচই!
আটকে রাখার ফিকির অনেক, আগলে রাখার কই!
আদিখ্যেতার রোশনাই অনেক, দারিদ্র্য মোচনে কই!
"আমি মুক্ত মানুষ" বলে অনেকেই, "স্বাধীন" বলে কই!
বিচ্ছেদ ঘটানোর মানুষ অনেক, সাফল্য ছোঁয়াবে কই!
যৌবনের সুখের পায়রাগুলো বার্ধক্যে হাতটি ধরে কই!
ব‍্যঙ্গ করার মানুষ অনেক, সঙ্গে থাকার কই!
স্পর্শ করার মানুষ অনেক, অনুভব করার কই!
ধাক্কা দেওয়ার মানুষ অনেক, পথ দেখানোর কই!
শরীর ছোঁয়ার মানুষ তো অনেক, কিন্তু মনকে ছোঁয়ার কই!
ভাসানের পথে মানুষ অনেক, বোধনের সময় কই!
অন্ধকার মাপতে মানুষ অনেক, আলো জ্বালায় কই!
আবর্জনা ছড়াতে মানুষ অনেক, সাফাই করতে কই!
নিলাম করতে মানুষ অনেক, সম্ভ্রম রক্ষার্থে কই!
হস্তক্ষেপ করতে মানুষ অনেক, পাশে থাকার কই!
চুরি বিদ‍্যার বড়াই অনেক, কিন্তু মৌলিকত্ব কই!
হৃদয় ভাঙার মানুষ অনেক, হৃদয় জোড়ার কই!
ভালো লাগার মানুষ অনেক, কিন্তু ভালোবাসার মানুষ কই!
মৌন মিছিলে মানুষ অনেক, প্রতিবাদী মানুষ কই!
রক্ত ঝরানোর মানুষ অনেক, রক্ত দেওয়ার কই!
লিখতে তো চাই অনেক কিছু, শব্দেরা আসে কই!

Facebook Comments