Site Overlay

সম্পাদকীয়

প্রায় দুবছর হল ৯৫ ক্যানভাসের বয়স। মাঝে মাঝেই হতোদ্যম হয়ে পড়ি। নানা কাজের চাপে সময় বের করা মাঝে মাঝে খুবই কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়। মৃন্ময় আর অভিযানের একাগ্রতা না থাকলে যতটুকু পথ হেঁটেছি, ততাটাও নিঃসন্দেহে পার হত না। তাই ওদের দুজনকে অনেক ধন্যবাদ জানাই। এই সংখ্যা প্রকাশ করার ৯৯ শতাংশ কৃতিত্ব ওঁদের দুজনেরই।

জানি এই পত্রিকার কাজে আরও অনেক মনোযোগ দেওয়ার অবকাশ আছে। দেওয়া উচিতও। বিশেষ করে যারা লেখা দিচ্ছেন তাঁদের সৃষ্টির প্রতি আরও যত্ন দেখানোর জন্য, পত্রিকাটি আরও পরিশীলিত করবার জন্য আমার খুবই ইচ্ছে করে। কিন্তু এখনকার চাকরির পরিসর শুধু অফিসের চার দেওয়ালের মধ্যে তো আবর্তিত হয়না। ঘুম থেকে ওঠা আর ঘুমাতে যাওয়ার মাঝের সময়টুকুর প্রায় সবই চাকরির গ্রাসে চলে গেছে। তবু চেষ্টা চালিয়ে যাবো আমরা কয়েকজন। যারা পাশে আছেন একটু ধৈর্য ধরে যদি পাশে থাকেন কৃতজ্ঞ থাকব।

কয়েকদিন আগেই একটি মর্মান্তিক দুঃসংবাদ পেয়েছি। আমাদের এক সহপাঠী ব্যতিক্রম ঘটক আর আমাদের মাঝে নেই। স্কুল জীবনটা তো আমাদের এক ক্লাসে, এক বেঞ্চেই কেটেছে। তবু কলেজে ঢোকার পর থেকে আর কবারই বা দেখা হয়েছে, কথা হয়েছে? স্কুল জীবনের পরের ব্যতিক্রম অনেকটাই আমাদের অনেকের কাছেই অজানা এক মানুষ। তবু সহপাঠী তো! কোন এক সময়ে মানুষটিকে জানতাম তো! এখন মনে হচ্ছে আর একটু খোঁজখবর কি রাখতে পারতাম না? বন্ধু ঋত্বিকা ঠিকই বলেছে, “ব্যতিক্রম আমাদের অপরাধী করে দিয়ে চলে গেলো !”

এবারের ক্যানভাসের প্রচ্ছদটি ব্যাতিক্রমকে উৎসর্গ করে কিছুটা পাপ স্খালনের চেষ্টা করলাম।

– হাসান শরিফ

Facebook Comments