ঋত্বিকা
সেই মেয়েটা বড়ই কাজের কোথায় গেলো ? কোথায় গেলো ?? ঝোড়ো হাওয়ায় পথ ভুলেছ কোথাও একটু আগুন জ্বালো.. সেই মেয়ে যে খামখেয়ালী নিজেকে দেয় উজাড় করে.. সেই মেয়েটা ধূপের মতন সুবাস ছড়ায় পুড়ে পুড়ে.. সেই মেয়েটা এটাও জানে শেষের গল্প .. বিদায় বাণী ! সব রাজারই হৃদয়জুড়ে রাজ্য চালায় সুয়োরানী ! সেই মেয়েটা মন খারাপে নদীর পাড়ে একলা কাঁদে.... সুখের সাথে বনে না তার দুঃখ দিয়েই জীবন বাঁধে.. সেই মেয়েটা একলা অবুঝ কোথায় গেলো? কোথায় গেলো ? সেই মেয়েটা ? সব জীবনেই.... অন্ধকারে মোমের আলো ......
Lovely poetry!
Thanks Hasan for your appreciation…