অমৃতা পাল
![](https://i0.wp.com/95canvas.com/wp-content/uploads/2024/07/tengyart-rUB8e_Q75NQ-unsplash.jpg?resize=683%2C1024&ssl=1)
মন ছুটে যায় বার বার-
যে দেশে মেঘ পাহাড়ের-
নিত্য দিন চলে খুনসুটি,
প্রেমের সেথা অবারিত দ্বার।
মন ছুটে যায় বার বার-
যে দেশে জলদ কন্যা,
মাথা নোয়ায় পাহাড়ের বুকে,
জানায় ভালবাসা বার বার।
মন ছুটে যায় বার বার-
যেথা মেঘ বালিকার অভিমান,
বৃষ্টি হয়ে ঝরে পাহাড়ের গায়ে,
শৈলর উদাসীনতা সহ্য হয়না আর।
মন ছুটে যায় বার বার
মিঠে রোদ উষ্ণতার পরশে,
যেথা ভেঙে দেয় মেঘের অভিমান,
বন্ধুত্বের ভালবাসার করে অঙ্গীকার।
মন ছুটে যায় বার বার
যখন মেঘও হয় উচ্ছ্বল
রোদের আলোয়,বন্ধুর ছোঁয়ায়
তবু বিষন্নতা ঘেরে বার বার।
মন ছুটে যায় বার বার
যখন গিরির ভাঙে অহংকার
রঙীন ফুলে,পাখীদের গানে
ভালবাসা চায় জলদ কন্যার।
মন ছুটে যায় বার বার
নীরব সাক্ষী হতে এদের মিলনের,
মুহুর্তগুলোকে চায় বন্দী করতে
মানসপটে ছবি আঁকি বার বার ।।
থাকিস তুই আমার পাশে
এই রকমই চিরকাল,
আগলে রাখিস তোর আবেশে
এ আজীবন কাল।
সুখগুলো মোর দ্বিগুন হয়ে
ঝর্ণা ধারায় ঝরে,
দুঃখ শোক দিস ভুলিয়ে
স্নেহ মাখা আদরে।
যাকিছু ভাল আলোময় মোর
গৌরব তোরই সেতো,
তোর পরশে মিলায় মোর
মন্দ কালো যতো।
অক্ষমতা দোষ ত্রুটি আমার
নিস্ আপন করে,
ভালবাসা ভরা তিরস্কারে আবার
শেখাস্ যতন ভরে।
ঝগড়া বিবাদ হাসি কান্না
সবই তোর সাথে,
দূরে গিয়েও ফিরি বারেবার
বাঁচতে তোরই সাথে।
তুইযে বলিস আমিও নাকি
সেই রকমই দোসর,
পথ পেরোবো যেথায় থাকি
একসাথে মিলে অন্তর।
মতভেদ আর বিবাদের তাপ
দহন করুক যতো,
প্রেমের বারিতে সে সন্তাপ
মুছে যাবে অবিরত।।
Facebook Comments