বিধাতার বিধিলিপি মেনে একটা নির্দিষ্ট কালখন্ডে যারা পিঠোপিঠি জন্মায়, সময়ের দাবী মেনেই বোধহয় তাদের মনের জগত একটা বিনিসুতোর মালায় গাঁথা হয়ে যায় ৷ তার ওপর যদি একই শহরের পাশাপাশি স্কুলে পড়াশুনা হয়, তাহলে সময়ের সাথে স্থান ও সিলেবাসের ত্রহ্যস্পর্শে সে অদৃশ্য বন্ধন যে আরও দৃঢ় হবে, তা তো বলাই বাহুল্য ৷ ছোটবেলার খুনসুটি, দুষ্টুমি, শিক্ষকদের আন্তরিকতামাখা স্নেহ আর শাসন , বয়ঃসন্ধির কৌতূহল পেরিয়ে হঠাৎ যখন সিলেবাসের চোখরাঙানি উপেক্ষা করে বসন্তের বাতাস অন্যরকম ভালোলাগা টেনে আনে, ঠিক তখনই মাধ্যমিক পরীক্ষার দরজা পেরিয়ে জীবনের অজস্র পথের গোলকধাঁধা শুরু হয়। তারপর এক-একজনের এক এক পথে চলা | কিন্তু, বিনিসুতায় গাঁথা মনের টানে জীবনসংগ্রামের একঘেয়েমিতে ক্লান্ত হয়ে আবার খুঁজে পাই একসাথে পথচলা নির্ভেজাল ছোটবেলার বন্ধুদের ৷
কয়েকজন বন্ধুর উদ্যোগে শুরু হল এই ত্রৈমাসিক ওয়েব ম্যাগাজিন | ছোট্ট উদ্যোগ বাকী বন্ধুদের অভূতপূর্ব সমর্থনে অবশেষে রূপায়িত হল ২০২০ – র শারোদৎসবের প্রাক্-লগ্নে ৷ অতিমারির ভ্রুকুটি উপেক্ষা করে ক্যানভাসের এই আত্মপ্রকাশ উৎসর্গ হোক বন্ধুত্বের বন্ধনের প্রতি ৷
এই ম্যাগাজিন রূপায়ণের দায়িত্ব স্বেচ্ছায় তুলে নিয়েছে মহঃ হাসানুজ্জামান শরিফ, মৃন্ময় ঘোষ, অভিযান ভট্টাচার্য্য , সৈকত বসু , প্রসুন চক্রবর্তী ও স্বাতী ভট্টাচার্য্য (শিলং)৷
সকলের শুভেচ্ছা নিয়ে অবিরত থাকুক ’95 ক্যানভাস ওয়েব ম্যাগাজিনের অগ্রযাত্রা ৷
ধন্যবাদ।
Facebook Comments