Amrita Pal
বন্ধুরা পাখির ছবি তোলা আমার খুব পছন্দের একটি বিষয়,বিভিন্ন ধরণের পাখিদের নাম,তাদের আচরণ,চারিত্রিক বৈশিষ্ট্য,বাসস্থান,খাদ্যাভাস সম্বন্ধে জানতে আমি সদা আগ্রহী থাকি।তাই দেশে বিদেশে যখনই যেখানে যাওয়ার সুযোগ হয়েছে সেই জায়গার পাখিদের ছবি তুলে নিজের সংগ্রহশালাকে সমৃদ্ধ করার চেষ্টা করেছি। আজ একটি হিমালয়ের বিশেষ পাখির গল্প বলি।
Rufous necked hornbill অথবা বাদামী ঘাড়যুক্ত ধনেশ পাখি ।এদের ভূটান, উত্তর-পূর্ব ভারতের অরুনাচল প্রদেশ,আমাদের উত্তর বাংলার হিমালয়ের লাটপাঞ্চার এলাকায় এবং দক্ষিণ-পূর্ব এশিয়াতে এদের দেখা মেলে।এরা বেশ বড় আকারের ধনেশ পাখি।এদের বিজ্ঞানসম্মত নাম ‘Aceros nipalenis‘
Facebook Comments