অসীম বসাক
দিল চাপ হ’লো ছাপ ছাপা হ’লো হরফে গুটেন সাহেবের ছাপ : জন্মাল ছাপুড়ে। কত শত ছাপুড়ে ছেপেছে শতেক লিপি অজানা ছাপুড়েরা রয়ে গেছে গোপনে। ছাপাছাপি দাপাদাপি পড়ে কি পড়ে না দূর ছাই! বয়ে গেল, ছেপে চলে ছাপুড়ে। মানে নেই এমনিই এমনটা ঘটে কি? খেতে পাই তাই ছাপি বেচে আছি ছাপুড়ে। আঁকিবুকি ছবি ছাপে গদ্য ও পদ্য ছন্দ আছে কি নেই নেই কোনও ধন্দ সময় লিখে যায় ভালো আর মন্দ। নেই কোনও মাথাব্যথা ছেপে যায় ছাপুড়ে। ব্যাকরণ ছাপে কেরি এখন তা মানি না বয়ে গেল পড়ি না পড়ি ছেপে চলে ছাপুড়ে। দাঠাকুর ছাপে সময়কে বাধে সে কত কথা ইতিহাস বেধে দেয় ছাপুড়ে। ছাপাছাপি শেষ নেই পাথরে ও মাটিতে শিলায় ছাপ পড়ে ইতিহাস জানে যে, সেই ছাপুড়ের দেখা কভু কেউ পাবে কি? ছাপুড়ে ছেপেই চলে একমনে আবেশে।।
Facebook Comments