আরাত্রিক ভট্টাচার্য্য (চতুর্থ শ্রেনী )
নীল আকাশে সূর্যিমামা
যেই না দিল ডাক,
চোখটি মেলে তাকিয়ে দেখি
জানলায় একটা কাক !
আমায় দেখে বলল কাক,
"কেমন আছিস কা-কা? "
আমি বললাম, " ওই গাছেতে
আম ঝুলছে পা-কা | "
এইটা শুনে পাখনা মেলে
কাকটা গেল উড়ে |
আমটা গোটা ঠুকরে খেল
প্রাণভরে পেট পুরে |
Facebook Comments