সুদেষ্ণা বসু
লাগে না ভালো শহরের ঘিঞ্জি আস্তানাতে
মনটা আমার হেথায় কেবলই বিষন্নতায় কাটে।
পাখির মতো মনটা মাঝে মাঝেই করে উসখুস
চলে যেতে চায় যেথায় আছে সবুজ আর সবুজ।
যেতে চায় যেথায় আছে গহন নীল আকাশ
যেতে চায় যেথায় আছে প্রাণ জুড়ানো বাতাস।
প্রাণের মাঝে আছে ফুলের দোদুল ছন্দ
মনে আছে মাটির সোঁদা গন্ধ।
হৃদয়ে আছে বাউলের একতারা গান
যেতে চায় যেথায় আছে স্রোতস্বিনীর জীবনভরা উজান।
অনেক দিন কেটে গেল ইট কাঠ পাথরের মাঝে
ইচ্ছা করে উড়ে যাই পাখির মতো সেজে ।।
Facebook Comments