দেবব্রত দাশ
মায়ের আঁচলের সেই গন্ধ, যে গন্ধ আমার শৈশবের... কৈশোরের
একান্ত নিজস্ব অনুভূতি ।
একান্নবর্তী মধ্যবিত্ত পরিবারে কর্মব্যস্ত- কর্মক্লান্ত
এক গৃহবধূ মা ছিলেন আমার আশ্রয়...অবলম্বন বা আরও বেশি কিছু ।
ঘর -গেরস্থালির ফাঁকে ফাঁকে তাঁর আঁচলের আড়ালে
কী যে সে নির্ভার সমর্পণ আমার !
মায়ের আঁচলের সেই আশ্চর্য ঘ্রাণ...
সদাব্যস্ত মধ্যবিত্ত এক ঘরণীর ঘামেভেজা শরীরের গন্ধ
রান্নাঘরের হলুদ -মরিচ -জিরের গন্ধের সাথে মিশে গিয়ে কী যে সুবাস ছিল...
আজও এত উজ্জ্বল সে স্মৃতি...যেন আমি রয়েছি সেই আঁচলেরই নীচে !
আর মস্তিষ্কের কোষে কোষে ছড়িয়ে পড়ছে
সেই গন্ধের সূক্ষ্মাতিসূক্ষ্ম অনুভূতির অনুরণন !
মা চলে গেছেন সেই কবে --- আমার মধ্যবয়সে,
আমি কিন্তু ফিরে পেয়েছি সে গন্ধ আবার
আমার মধ্যবিত্ত ঘরণীর কর্মক্লান্ত শরীরে জড়ানো
আঁচলের অণু-পরমাণুর অন্ধিসন্ধিতে ।
তারপর...দু'দশক পরে...
আমার সন্তানের সুখী মধ্যবিত্ত পরিবারে
যুগের সঙ্গে তাল মিলিয়ে চলা
চৌকশ সর্বগুণান্বিতা বধূমাতার আঁচলে
সে গন্ধ পাই না আর !
বোধহয় তা হারিয়ে গেছে চিরতরে ...
নিষ্ঠুর বিশ্বায়নের ভয়ঙ্কর আবর্তে ।
--------------
Facebook Comments