স্বাতী ভট্টাচার্য্য
অল্পদিনের জন্য আসা , এই ধরণীর বুকে... কিছুটা সময় ঝুটঝামেলায় , বাকিটা কাটে যে সুখে।। কেউ কি জানে ? আছে কতদিন আয়ুর ঝুলিতে বাকি? প্রাণচঞ্চল জীবনটা কাল দিতেও পারে তো ফাঁকি।। পরের জন্ম বলে কিছু আছে? মনটা চায়না মানতে... যত মজা আছে লুটে নিও সেটা এ জন্মেরই প্রান্তে।। তাই তো বলি সুজন কুজন যে যেখানেই আছো... প্রাণ ভরে একটু নি:শ্বাস নাও মন খুলে আজ বাঁচো।। ভেবে নাও শুধু , কম সে তো নয় পেয়েছো যেথায় যতটা... আদর কিংবা স্মৃতির চাদর কজনই বা পায় ততটা?
Facebook Comments