সুজয়া ধর
হারিয়ে যাওয়া ছেলেবেলার কিছুটা সময় ফিরে পাওয়া।এই অনুভব অমূল্য। খেলনা বাটি, কুমীর ডাঙা, গাছে চড়া আরও কত কিছু, এই খেলা গুলো আজকাল দেখা যায় না সেরকম ভাবে। এই বছরের শুরুর দিকেই হঠাৎ করে পশ্চিমবঙ্গের দুটি প্রান্তিক গ্ৰাম দেখার সুযোগ ঘটেছিল।
মূর্শিদাবাদের খান্ডুয়া এবং পশ্চিম মেদিনীপুরের নয়া পিঙ্গলা ।গ্ৰামের ছোট ছোট শিশুদের সহজ সরল খেলাধুলার কিছু ছবি, অনেক পুরনো স্মৃতি মনে করিয়ে দেয়।
Facebook Comments