Amrita Pal
বসন্ত মানেই তো রঙের মেলা, প্রকৃতির সাজে সবুজের সমারোহ, নূতনের ছোঁয়া।বন্ধুরা, তাই এই বসন্তের আগমনে তোমাদের সাথে ভাগ করে নিতে এসেছি আমার এক স্বপ্নময় অভিজ্ঞতার কথা। 2018 তে আমার সুযোগ হয়েছিল Netherlands যাওয়ার, ছিলাম চার মাস।সৌভাগ্যবশত, গিয়েছিলাম বসন্তের শুরুতে । ফলে সুযোগ পেয়েছিলাম Keukenhof Tulip Garden দেখার যা পৃথিবীর অন্যতম সুন্দর বসন্তের বাগান। Keukenhof কে ‘The Garden of Europe’ নামেও অভিহিত করা হয়েছে। Keukenhof Tulip Garden,Netherlands এর South Holland province-এ অবস্থিত।প্রায় আশি একর জায়গা নিয়ে এই বাগানের পরিধি।প্রতি বছর প্রায় 7 millions flower bulb লাগানো হয় Autumn এ যাতে spring এ সেগুলো ফুটতে পারে।Tulip লাগানো হয় প্রায় আটশ প্রজাতির।মার্চের শেষ সপ্তাহ থেকে এই বাগান জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় আর মে মাস পুরো খোলা থাকে।এক অবিস্মরণীয় স্বর্গীয় অভিজ্ঞতা স্মৃতির ঝুলিতে সংগ্রহ করেছি এই অনন্য সুন্দর ফুলের বাগান দেখে। Tulip এখানকার মূল আকর্ষন হলেও Daffodils, Hyacinth, Irises, গোলাপ, লিলি-এদের সমাহারও রয়েছে।আমি তোমাদের সাথে আমার তোলা কিছু ছবি share করে নিলাম।আশা করি ভাল লাগবে।
Facebook Comments