Site Overlay

বাংলার মুখ

সুজয়া ধর

পটচিত্র বাংলার প্রাচীন এক শিল্পকলা।'পট' কথাটা এসেছে সংস্কৃত শব্দ পত্ত (patta) থেকে,যার অর্থ কাপড়। এই কাপড়ের উপর অঙ্কন করেন যে সব শিল্পী প্রধানত তাদের পটুয়া বলা হয়। পটুয়ারা কেবল ছবি আঁকেন না, ছবির বিষয়বস্তু নিয়ে গানও বাঁধেন;এই ধরনের গানকে বলা হয় পটের গান।এই শিল্পকলা পশ্চিমবঙ্গের মূর্শিদাবাদ, বর্ধমান, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরে দেখা যায়। তবে আমি সম্প্রতি পশ্চিম মেদিনীপুরের পিংলার নয়া গ্ৰামে পটুয়াদের ঘরে ঘুরে এলাম।এই গ্ৰামে প্রায় ২৫৫ ঘর পটুয়া বাস করেন।

গ্ৰাম ঘুরতে ঘুরতে এক পটুয়া বাহার চিত্রকরের সাথে পরিচয়।সত্তোরোর্ধ এই শিল্পী নিজেই অনেক গল্প-গান শোনালেন। পৌরাণিক রামায়ণ কথা, সামাজিক সাঁওতাল জীবনযাত্রা থেকে বাংলাদেশের শেখ মুজিবের কাহিনী তাঁর তুলির টানে ও গানের মাধ্যমে অবিশ্বাস্য এক স্বপ্নের পরিবেশ তৈরি করেছিল । খুব সাধারণ এক মাটির মানুষ কিন্তু অসীম ব্যপ্তি তাঁর। এই অসাধারণ শিল্পীর কিছু অভিব্যক্তি ক্যামেরাবন্দী করার লোভ সামলাতে পারলাম না।তাঁর অজান্তেই কিছু মুহূর্ত ধরে রাখলাম।
Portraits of Bahar Chitrokor By Sujaya Dhar
শিল্পী
Aperture: 6.3
Camera: NIKON D5300
Iso: 100
Orientation: 1
« of 4 »

Facebook Comments

1 thought on “বাংলার মুখ

Comments are closed.