Site Overlay

কল্পগাথা

কৃষ্ণকলি

আমি যদি তোমার কাছে নেই-
তোমার মনে গ্রহণের কালো ছায়া জমে,
তুমি যদি আমার কাছে নেই-
আমার চোখে বাদলধারা নামে!!

আমি যদি তোমার কাছে নেই-
বিষন্নতা ছেয়ে যায় তোমার আকাশে,
তুমি যদি আমার কাছে নেই-
ছন্দে ছন্দে তোমার কথাই আসে!!

আমি যদি তোমার কাছে নেই-
নির্জনতা আর একাকীত্বই তোমার সম্বল,
তুমি যদি আমার কাছে নেই-
নোনা জলের সমুদ্র অতল!!

আমি যদি তোমার কাছে নেই-
নিজেকে ফেলে দেবে ঋণাত্মকের দলে,
তুমি যদি আমার কাছে নেই-
স্মৃতি আঁকড়ে বাঁচা তখন, যাব না তো ভুলে!!

আমি যদি তোমার কাছে নেই-
অন্তর জুড়ে জোয়ারের ঢেউ শব্দবিহীন,
তুমি যদি আমার কাছে নেই-
সযত্নে রক্ষা করব অসময়ের ঋণ!!

আমি যদি তোমার কাছে নেই-
কল্পরাজ‍্য জুড়ে থাকি কপালে চন্দন,
তুমি যদি আমার কাছে নেই-
অনুভবে জানি বাহুডোরে আছে অনন্ত বন্ধন!!

আমি যদি তোমার কাছে নেই-
দূরত্বরা অবস্থান করে কেবলমাত্র ভৌগলিক,
তুমি যদি আমার কাছে নেই-
মনের মধ্যে দীর্ঘ অবগাহন..... জনান্তিক!!

আমি যদি তোমার কাছে নেই-
দুঃখে কষ্টে বুকের ভেতর অঙ্গার জ্বলে ওঠে,
তুমি যদি আমার কাছে নেই-
যন্ত্রণাময় শব্দরাজি ওষ্ঠাধরে ফোটে!!

আমি যদি তোমার কাছে নেই-
অহেতুক প্রশ্ন না করেই রাত কাটে নির্ঘুম,
তুমি যদি আমার কাছে নেই-
অভিমানের পাহাড় গড়ে ভাবি আকাশ কুসুম!!

আমি যদি তোমার কাছে নেই-
ব‍্যথায় কাতর নীলকন্ঠ মৃত্যু অভিসারেই সুখ,
তুমি যদি আমার কাছে নেই-
বাষ্পভেজা দৃষ্টিপথে ঝাপসা তোমার মুখ!!

আমি যদি তোমার কাছে নেই-
বেদনাগুলো আড়াল করে অনিমিখে চেয়ে থাকা,
তুমি যদি আমার কাছে নেই-
কষ্ট আর কান্না নিয়ে নির্বাক বেঁচে থাকা!!

আমি যদি তোমার কাছে নেই-
অনাবিল ভালোবাসায় ভরিয়ে দেবে অযাচিত,
তুমি যদি আমার কাছে নেই-
আমার আকাশ গড়ে দেবে নির্মেঘ, নক্ষত্রখচিত!!

আমি যদি তোমার কাছে নেই-
অবসরে নির্বাসনে দৃষ্টি খোঁজে আকুল,
তুমি যদি আমার কাছে নেই-
স্বপ্ন দেখে আবেগী মন, ঠিক হোক বা ভুল!!

আমি যদি তোমার কাছে নেই-
পরাণসখা রক্ত ঝরাও নিশ্চুপে সাঁঝে,
তুমি যদি আমার কাছে নেই-
কলম কালির আশ্রয়েই কৃষ্ণকলি বাঁচে!!

Facebook Comments

2 thoughts on “কল্পগাথা

Comments are closed.