স্বাতী ভট্টাচার্য
দুষ্টুমিষ্টি স্পষ্ট কথা
কষ্ট করেই বলা…
শব্দগুলো জব্দ হলে
স্তব্ধ হবে গলা।।
বন্দীদশায় খাঁচার পাখি
ফন্দি ক্লান্ত মনে…
অকারণেই সন্ধি করে
বনের পাখির সনে।।
জীবনটা তো লাগামছাড়া
অগোছালো এলোমেলো…
তবু বাতিল হওয়া কর্মসূচী
নিশানায় পৌঁছালো।।
সংখ্যাতত্ত্ব হোক না গভীর
শূন্য খুঁজুক গাঙচিলে…
মান কমে যায় অনেকখানি
দশমিক আগে দিলে।।
ঠিকানা ছাড়াই লিখছি চিঠি
গোধূলির অবসানে..
কাকতালীয় বলে কিছু হয়?
টেলিপ্যাথি সবই জানে।।
বসন্তের ঐ সফরনামা
হাওয়া অফিস দিল জানিয়ে…
নীলাম্বরীর নক্সী আঁচল
পলাশ মেঘে রাঙিয়ে।।
Facebook Comments