কৃষ্ণকলির কলমে
ভালবাসা কি বয়স মানে? আছে কোন প্রতিবন্ধকতা? ভালোবাসা ভালোবাসতে জানে, ঝেড়ে দ্বিধাবোধ আর জড়তা!! সুঠাম বুকে শান্তি খোঁজে নির্ভরতা দেয় আলিঙ্গন, ভালোবাসা পূর্ণতা পেলে নীড় বাঁধে দুটি জীবন।। অভিমানে যদি রাঙা হয় মুখ, চোখে আসে দু'ফোঁটা জল, ছোট ছোট খুনসুটিগুলো ছড়ায় আনন্দের মায়াজাল। ভালোবাসলে কিছুটা পাগলামি কিছুটা আসে পরিবর্তন, আবোলতাবোল কথার পরেও মুগ্ধতার অনুরণন।। ভালোবাসার শব্দগুলো জনসমক্ষে বাক্য হতে চায়, অন্তরে ঠাঁই পেলেও অব্যক্ত রাখে ভীরু হৃদয়। মন-তরণী ছোঁয়া পেলে সাগর সঙ্গমে সুরের বাহার, অস্তরাগের রক্তিমাভায় হাতছানি দেয় স্তব্ধ পাহাড়।। ভালোবাসা কখনও ব্যক্তিগত কখনও বা কাল্পনিক, শর্তহীন ভালোবাসা গূঢ়, অব্যক্ত অথবা নান্দনিক। শরীর ছুঁতে সবাই পারে মনটাকে আর পারে কৈ! আদিখ্যেতায় নির্লজ্জতা বাড়ে, মৃত্যুতে বাড়ে হৈচৈ!! ছন্দে মাতোয়ারা মন বাস্তবতাকে কি ভালোবাসে? হৃদয়ের অমোঘ টানেই চলে গিয়েও ফিরে আসে। "প্রাক্তন" শব্দটি সাহিত্যের সভ্য ভাষার পরিচয়, ভালোবাসা সবসময়ই ভীষণ রকম জীবন্ত রয়।। গভীর রাতে কৃষ্ণচূড়ায় জোনাকিরা জ্বালায় আলো, কল্পনার রাজ্যে রাইকিশোরী কৃষ্ণ সাথে থাকে ভালো। আবেগী মনে প্রেমের স্রোতের অপরিসীম ঝর্ণাধারা, কলম কালির প্রেমে মজে কৃষ্ণকলি আত্মহারা।।
Facebook Comments