Site Overlay

কবিতা সেলাম

মেখলা ঘোষদস্তিদার 

সবই ভুলি যদি ভুলবো না তবু
একুশের কথা বলা,
কবিতার বুকে লিখে যাবো নাম
রক্তিমে পথ চলা।

গত যেই প্রাণ চিরতরে হল
শহীদের প্রতিদান,
গেঁথে চলি মালা তাঁদের গাথায়
মুক্তির জয় গান।

পলাশে, শিমুলে ফুলেল বার্তা
মালার বর্ণ জুড়ে,
পরিচয় শুধু মায়ের আঙনে
মাতৃবোল স্বরে সুরে।

এখন ফাগুনে এপারে ওপারে
গঙ্গা পদ্মা কূলে,
ঊষার আঁচলে পাখির কাকলি
পদ্ম ওঠে যে দুলে।

হাতে হাত রেখে মননে শপথে
মুছে দিয়ে নোনা জল,
কলমে কালিতে স্মরণে চয়নে
ফুরোয় নাতো সে পল।

বারুদের ধোঁয়া, আগুনের শিখা
রুখতে পারেনি কিছু,
দমে গেছে তারা, যাবে বারবার
সরে গেছে যারা পিছু।

সেলামে সেলাম সালাম রফিক
শ্লোগানে অমর ভাই,
হৃদয়ে রেখায় তোমাদের বাণী
বাংলা তোমাকে চাই।

Facebook Comments