Site Overlay

অনুষ্ঠানের পরের ভোর 

শুভমীতা সেনগুপ্ত , নবম শ্রেণী

লম্বা রাতের পর
সূর্য উঠছে আস্তে আস্তে 

হাল্কা হাওয়া দোলাচ্ছে মঞ্চের কাপড় 
নেই কোনো স্বর

রাতের আওয়াজে যেনো ঘুম হয়নি পাখিদের 
ঘুমিয়ে আছে এখনো 

গাছ গুলোও ক্লান্ত 
সারারাতের আলোয় ওরা কি ছিল শান্ত ?

পড়ে রয়েছে কাপ, ডিশ, প্লেট 
ছড়িয়ে ছিটিয়ে সর্বত্র 

একটা ভুলে যাওয়া ফুলের তোড়ারও 
মুছে যাওয়ার শর্ত 

এক সময়ের কচি রঙের ঘাস-পাতা 
হারিয়েছে রং, হারিয়েছে সজ্জা,

গোলাপের পাপড়ি খুলে খুলে পড়ছে 
নেই যে তার সেই প্রাণের ইচ্ছে 

আবার সব আগের মতো ফিরবে
এই আশা করে থাকবে 

অনুষ্ঠানের পরের ভোর পেরোবার 
হাওয়াও অপেক্ষা করবে

Facebook Comments