Site Overlay

নিউ নর্মাল

আকাশ রায়

কেউ কি কখনো ভেবেছিলো,
আসবে এমন দিন,
বাঙালি হবে ঘরবন্দি,
আর দায়ী কুচুটে চীন।
 
যে ছেলে ঘরে থাকতোনা,
(আজ) সে'ই যায়না বাইরে,
মনে দুঃখ, মুখে দাঁড়ি,
একি হলো ভাইরে।
 
নারীর রূপের নেই কোনো দাম,
সবাই সমান আজ,
লিপস্টিক ঢেকে মাস্ক পরতে
পাচ্ছে না কেউ লাজ।
 
অফিস বন্ধ, ট্রেন বন্ধ,
"ওয়ার্ক ফ্রম হোম " এই আস্থা,
আড্ডা দেবারও নেইকো উপায়,
বন্ধ সবই রাস্তা।
 
(শুধু) বৌয়ের সাথে এতটা সময়,
কাটাতে কি কেউ পারে?
বৌ-ভক্ত স্বামীগুলো আজ,
বুঝেছে হাড়ে হাড়ে।
 
শার্ট-প্যান্ট-টাই বাক্সে তোলা,
মিটিংয়েও ইনফরমাল,
কি করবো, বলছো সবাই,
এটাই ‘নিউ নরমাল’।

Facebook Comments

1 thought on “নিউ নর্মাল

Comments are closed.