Site Overlay

মনের খেয়াল

কৃষ্ণকলি

কিছু কথা কিছু পরিচয় ক্ষণিকের হয়,
কিছু ব‍্যথা কিছু স্মৃতি কখনও ভোলার নয়,
কিছু মানুষ কিছু বন্ধু চিরদিনের হয়,
ভালোবাসার নামে করা সুচিন্তিত অভিনয়-
জীবনকে দেয় চরম নিষ্ঠুরতার শ্রেষ্ঠতম পরিচয়।।


কিছু কবিতা লেখার আগেই হারিয়ে যায়!
কিছু কথা বলার আগেই ফুরিয়ে যায়!
কিছু স্বপ্ন পূরণের আগেই শেষ হয়ে যায়!
কিছু মানুষ আপন হওয়ার আগেই দূরে চলে যায়!
মন জানে না অভিজ্ঞতাগুলো কেন বেহিসাবি হয়!!


সকাল তো অনেক হয়, শরতের মতো নয়!
সময় তো অনেক হয়, গোধূলীর মতো নয়!
রাত তো অনেক হয়, পূর্ণিমার মতো নয়!
উপন্যাস তো অনেক হয়, জীবনের মতো নয়!
গভীর তো সমুদ্রও হয়, ভালোবাসার মতো নয়!!


সোনার কাঁকন শুধু হাতের শোভা বাড়ায়,
ঘন কাজল যে আঁখিপাতেই মানায়,
হৃদয়ের ধ্বনি বেঁচে থাকার গল্প শোনায়,
রক্ত সঞ্চালন হয় শুধু ধমনী আর শিরায়,
ভালোবাসাই কেবল রন্ধ্রে রন্ধ্রে মিশে যায়!!


মুখ ফেরালেই কি আর মন ফেরানো যায়!
প্রেমের জ্বরের উষ্ণতা মন-ক‍্যানভাসে ছড়ায়!
অবুঝ মনকে নীরবতায় মুড়ে ফেলা যায়!
অবাধ্য ভালোবাসা চোরাস্রোতে ভেসে যেতে চায়!
দুর্দমনীয় প্রেম জোয়ারে রাই কলঙ্কিনীও হয়!!




Facebook Comments