Site Overlay

মহাভারতের নারী

কৃষ্ণকলি

আমি যোজনগন্ধা---
কোনো মায়ের গর্ভ আমাকে ধারণ করে নি,
কোনো পিতার ঔরসে আমার জন্ম হয় নি,
স্পর্ধার আগুন ছিল আমার অন্তর জুড়ে,
সর্বগ্রাসী রূপের আগুনে কামুক পুরুষ পুড়ে মরে!!

আমি চিরবঞ্চিতা---
বিজিতের হিংসা আমি বিজয়ীর পুরস্কার,
নগ্ন পায়ে চলেছিলাম ক্রোশ থেকে ক্রোশান্তর,
নিয়তি বানিয়ে দিল পাঁচজনের ভোগের শরীর,
মাছে নয়, হৃদয়ে বিঁধেছিল বাস্তবের কঠিন তীর!!

আমি বাজির পণ---
রাজসভায় হয় নি ন‍্যায় বা নীতিশাস্ত্রের বিচার,
কায়েম হয়েছে পরাজিত পুরুষের জুয়ার অধিকার,
হীনমন্যতা ঝেড়ে ফেলে সেদিন শপথ নিয়েছিলাম,
দুরাত্মার রক্তে শুদ্ধ হবে আমার বিপুল কেশদাম!!

আমি করুণার পাত্রী---
রাজনন্দিনী বিবস্ত্র হয়েছে শৃগাল-শকুনের রাজত্বে,
মহান জুয়াখেলা বদলে গিয়েছে নগ্নতার প্রদর্শনীতে,
ইতিহাস চিনল সেই প্রথম বন্ধুত্বের রাখী বন্ধন,
সখার আন্তরিকতায় ঘিরে থাকল অন্তহীন বসন!!

আমি মহাভারতের ভাগ্য নির্ধারিকা---
অযোনিসম্ভূতা আমি নীহারিকার লেলিহান অগ্নি,
ক্রীতদাস স্বামীদের প্রতি তুলেছিলাম প্রশ্নের তর্জনী,
কুরুক্ষেত্রের পাতায় আমি অজেয় এক আস্পর্ধা,
নারী স্বাধীনতার প্রবল দাবিতে টলে উঠেছিল বিধাতা!!

Facebook Comments