Site Overlay

3 Photographs

Sujaya Dhar

নিভৃতে

গত মহালয়ায় কুমোরটুলিতে এক কুমোরের ঘরে বস্তার সূক্ষ্ম ছিদ্রের মধ্যে দিয়ে ক্যামেরা বন্দি করেছিলাম এই ‘মা’ কে। তখন সন্ধ্যা, চারিদিকে আলোর রোশনাই, মন্ডপে মন্ডপে  প্রতিমা যাওয়া শুরু হয়ে গেছে |ওই দীন মৃন্ময়ী মাকে দেখে মায়া জেগেছিল মনে।অতঃপর মা  ল্যাপটপ বন্দী‌ রয়ে গেলেন।

সময় বদলেছে,  অতিমারির প্রকোপে নাজেহাল এই বছর |  করোনা নামক এক ভাইরাসের সাথে যুদ্ধ করে চলেছি অবিরত। বছর প্রায় শেষের দিকে, একটা একটা করে ছোট বড় উৎসব পেরিয়ে দূর্গা পূজোর দোরগোড়ায় এসে গেছি। অদ্ভুতভাবে মহালয়ার সকালে মনে পড়লো আলো-আধাঁরিতে ক্যামেরাবন্দী করা ‘মা ‘ কে। মনে হলো মা নিভৃতে নজর রাখছেন পরিস্থিতির উপরকরোনাসুর (করোনা+অসুর) বধের প্রস্তুতি নিচ্ছেন।সত্যিই জানি না, তবে ছবির শান্ত অথচ দৃঢ় ত্রিনয়নীর চাউনি মনে মনে আশার আশ্বাস দেয় সব ঠিক হয়ে যাবে, পৃথিবী আবার ছন্দে ফিরবে। হঠাৎ করে যেন ভুলে যাওয়া এই ছবির প্রাসঙ্গিকতা টের পেলাম।

Facebook Comments

3 thoughts on “3 Photographs

  1. ছবিটি যেমন সুন্দর, লেখাটাও তেমনি। আজকের দিনে আরো প্রাসঙ্গিক।

Comments are closed.