কৃষ্ণকলি
সমাজ জানে পরকীয়া মানেই জীবন বেপরোয়া নেশায় মাতানো আদুরে প্রেমে অশালীন ছোঁয়া ভালোবাসার বলি দিয়েছে নাকি সকল বেহায়া গুপ্ত অভিসারেই দুর্লভ প্রেমের পরশ পাওয়া!! ******** নিয়ম করে চোখের পাতা মুখর হয় নীরবতায় সঙ্কীর্ণতা মুছে দিয়েছে মিষ্টি মধুর পরকীয়ায় অভিনয় যখন মজ্জাগত প্রেম তখন ছলনায় মন যখন চায় বাঁচার মানে পূর্ণতা আসে পরকীয়ায়!! *********** আমাদের গল্পটা হবে একটু অন্য রকম থাকবে না কোনো আদর সোহাগ বা আলিঙ্গন মেতে উঠব না কখনও নিত্য শরীরী গন্ধে তবুও ভালোবাসা তীব্রভাবে মিশে যাবে রন্ধ্রে রন্ধ্রে!! ************ হাজার ভিড়েও আমায় ছুঁয়ে থাকে তোমার দৃষ্টি যন্ত্রণাদগ্ধ হৃদয়ে অঝোর ধারায় নামে বৃষ্টি কিছু সম্পর্ক অনুচ্চারিত থাকে জীবন জুড়ে ভালোবাসার সুগন্ধ ছড়িয়ে পড়েছে মনের ঘরে!! ************ পারব কি হতে শ্রীরাধিকার মতো কলঙ্কিত? অভিমানের ভেলায় আমিও তো সমান জর্জরিত অভিসারের তীব্রতা জাগে একাকীত্বের বর্ষারাতে ক্লান্ত বাতাস ব্যস্ত থাকে তোমার বার্তা রচিতে!! ************** আচ্ছা বলো তো সমাজ পরকীয়া কারে কয়? পর কে আপন করলে মনের অবস্থা যা হয়? সমাজপতিরা বলেন সবটাই যে প্রবল অবক্ষয় হৃদয় জানে নিশ্চুপে ঘটে যাওয়া মধুর পরিণয়!! **************
Facebook Comments