Site Overlay

ভাঁড়ার

দেবব্রত  দাশ

এক  একান্নবর্তী পরিবারের সবচেয়ে প্রবীণ শতবর্ষ উত্তীর্ণ  মৃত্যুপথযাত্রী  বৃদ্ধ  প্রপিতামহ জীবনের অন্তিম লগ্নে  পরিবারের  সব সদস্যদেরকে  দেখার অভিপ্রায় জানানোর  সঙ্গে  সঙ্গে একে একে সবাই আসতে শুরু করল তাঁর ঘরের শয্যাপার্শ্বে। 

   বৃদ্ধ  চোখ ঘুরিয়ে ঘুরিয়ে  শেষ দেখা দেখবার  সময়  চিনতে  পেরে খুশি  হয়ে ক্ষীণ স্বরে  তাদের নাম উচ্চারণ  করতে থাকেন — এই যে ইভা, সুবর্ণ,  পৃথা, সমীরণ, পুণ্ডরীকাক্ষ, উদ্দালক…হ্যাঁ,  তুমি পৌত্র  দীপ্তাংশু…”

 যখন  প্রায় সবাই উপস্থিত হয়েছে, তখন  বৃদ্ধ অধীর হয়ে অতি কষ্টে প্রায় খাবি খেতে খেতে জিজ্ঞাসা  করলেন, “কিন্তু আমার প্রিন্সেস  প্রপৌত্রী  সোমজা  কই… তাকে  দেখছি না তো  !”

   তাড়াহুড়ো করে সোমজা ঘরে ঢুকে বলে ওঠে, “এই যে  আমি এখানে…”

    “কী মুশকিল ! তাহলে,   ভাঁড়ার সামলাচ্ছে কে?”

      ———————————————————————————-        

*  বিশ্বসাহিত্যে  ইহুদি -রসিকতার  ছায়া  অবলম্বনে  রচিত ।

Facebook Comments